২৫ বছর শুধু চিজ পিজা খেয়েই বেঁচে আছেন ড্যান...
তিনি আমিষভোজী নন, আবার নিরামিষেও ঘোর আপত্তি। অর্থাৎ, তিনি নিরামিষাশীর সংজ্ঞাতেও পুরোপুরি পড়েন না। তাকে কি নামে ডাকা যেতে পারে, তা হয়তো পাঠকদেরকেই ঠিক করতে হবে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৮ বছর বয়সী ড্যান জ্যানসেন পিজা খেয়েই জীবনের দীর্ঘ ২৫ বছর দিব্যি কাটিয়ে দিয়েছেন। তাও একই ধরনের পিজা। চিজ পিজা ছাড়া অন্য কোন পিজাও মুখে রোচে না ড্যানের। টিনএজ বয়সেই নিরামিষাশী হবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু, শাক-সবজিও একদম পছন্দ নয় তার। তখন থেকে শুধু চিজ পিজা খেয়েই জীবনধারণ...
Posted Under : Health News
Viewed#: 11
See details.

